দর পতনের শীর্ষে নর্দান ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২১ এএম, ১২ এপ্রিল ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দর পতনের শীর্ষে উঠে এসেছে বীমা খাতের প্রতিষ্ঠান নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি। এ দিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কার্যদিবস বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৮ টাকা ৪০ পয়সা। সোমবার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সা।

দর পতনের শীর্ষে থাকা অন্য ৯ প্রতিষ্ঠান হলো : শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং ৮ দশমিক ১০ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৭ দশমিক ৬৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ৬ দশমিক ৯৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৬ দশমিক ৬৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স ৬ দশমিক ২১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ দশমিক ৫৬ শতাংশ, কাসেম ড্রাইসেল ৫ দশমিক ৪৮ শতাংশ।

এসআই/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।