সংস্করণের প্রথম দিন ডিএসইতে দরপতন


প্রকাশিত: ১০:২২ এএম, ১২ এপ্রিল ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংক্রান্ত কর্পোরেট তথ্য সেবা দিতে ডিএসইর ওয়েবসাইট নতুনরূপে সংস্করণ করা হয়েছে। সংস্কাণের দিন রোববার দেশের প্রধান বাজারে ব্যাপক দরপতন হয়েছে। কমেছে টাকার অংকের লেনদেনের পরিমানও। দিন শেষে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

রোববার মতিঝিলে ডিএসইর প্রধান কার্যলয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। নতুন সাইট পুরনো ওয়েবসাইটের চেয়ে তথ্যবহুল ও আধুনিক লেখচিত্রের (গ্রাফ) উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৮১টির দাম বেড়েছে, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে চার হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে।

আর টাকায় লেনদেন হয়েছে ২৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিন অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে ৭৮ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৫টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৭ লাখ টাকা।

এসআই/এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।