ধানমন্ডিতে চেইন রেস্টুরেন্ট ফিস অ্যান্ড কো
রাজধানীতে সিঙ্গাপুরভিত্তিক বিশ্বখ্যাত চেইন রেস্টুরেন্ট ফিস এন্ড কো’র দ্বিতীয় আউটলেটের যাত্রা শুরু হয়েছে।
রোববার ধানমন্ডির ৫/১ নীলু স্কয়ারে নতুন আউটলেট যৌথভাবে উদ্বোধন করেন ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং ঢাকাস্থ সিঙ্গাপুর দূতাবাসের কনসাল ডেরি লাও।
এমইউ/এআরএস/জেআইএম