বাজারে মাংস-কাঁচামালের দাম ‘খুব বেশি বাড়েনি’


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৫ জুন ২০১৭

ঈদের আগে বাজারে গরু-খাসির মাংসসহ মুরগি এবং কাঁচামালের দাম খুব বেশি বাড়েনি। অন্যান্য বছর ঈদের আগেরদিন হঠাৎ করেই প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেলেও এ বছর প্রায় অপরিবর্তিতই রয়েছে।

রোববার সরজমিনে রাজধানীর নিউমার্কেট ও হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গরুর মাংস প্রতি কেজি ৫২৫ টাকা থেকে ৫৩০ টাকা ও খাসির মাংস প্রতি কেজি ৭২৫ থেকে ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।

bazer

ব্রয়লার মুরগির মাংসের দাম কেজি প্রতি ২০/৩০ টাকা বেড়েছে। আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি (সাদা) ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও রোববার তা ১৮০ টাকা দরে বিক্রি হয়। ব্রয়লার মুরগি (লাল) আগে প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হলেও আজ তা ২৫০ টাকা থেকে ২৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

bazer

কাঁচামালের মধ্যে প্রতি কেজি শশা ৭০ টাকা, গাজর ৬০ টাকা, টমেটো ৬০ টাকা ও বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামালের দাম প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে।

এ ছাড়া সারা রমজানে লেবু ৪০ টাকা হালি বিক্রি হলেও আজ তা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

bazer

নিউমার্কেট কাঁচাবাজারে কলাবাগানের বাসিন্দা লুৎফুন্নেছা বেগম এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, কাঁচাবাজারে পণ্যমূল্য অনেকটাই স্থিতিশীল রয়েছে। ঈদ আসলে দাম বাড়বে এটা মেনেই নিয়েছি। তবে গতবারের চেয়ে এবার দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেন তিনি।

এমইউ/এমএমজেড/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।