পর্যটন মেলায় রিজেন্ট এয়ারের বিশেষ প্যাকেজ
দেশ ও বিদেশে পর্যটন খাতকে আরো উৎসাহিত করতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা। এবারের মেলায় ভ্রমণপিপাসুদের জন্য একটি বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান রিজেন্ট এয়ার। প্রতিষ্ঠানটি দেশ ও দেশের বাইরে ঘুরতে যেতে আগ্রহীদের জন্য বিশেষ ছাড়ে এই প্যাকেজ করেছে বলে জানা গেছে।
রিজেন্ট কর্তৃপক্ষ বলছে, যারা প্রিয়জনকে নিয়ে বন্দর নগরী চট্টগ্রামে যেতে চান, তারা বিশেষ প্যাকেজে মাত্র ৬ হাজার টাকায় ঘুরে আসতে পারবেন। আবার ব্যস্ততাকে ছুটি জানিয়ে দেশের বাইরে যারা প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে চান তাদের জন্য রয়েছে এ টু জেড প্যাকেজ। এই প্যাকেজে ঢাকা থেকে ব্যাংকক ঘুরে আসতে পারেন। তিন দিন, দু রাতের প্যাকেজে খরচ হবে মাত্র ২১ হাজার ৫৫৫ টাকায় এবং পাঁচ দিন চার রাতে খরচ পড়বে ২৪ হাজার ৭৭৭ টাকা। এই প্যাকেজ দুটিতে থাকছে হোটেল, সকালের খাবার, এয়ারপোর্টে আনা নেওয়া ও শপিং ডিসকাউন্ট ভাউচার।
আবার যারা পাতায়া যেতে চান তাদের একটু বেশি খরচ বহন করতে হবে। তাদের জন্য রিজেন্ট এর প্যাকেজ হচ্ছে ২৬ হাজার ৭৭৭ টাকা। এছাড়াও কুয়ালালামপুরে দুই রাত, তিন দিনের প্যাকেজও আছে।
জেআর/পিআর