আসবাব খাতের উন্নয়নে নগদ সহায়তা দাবি উদ্যোক্তাদের


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৪ মে ২০১৫

আসবাব খাতের উন্নয়নে নগদ সহায়তা দেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আসবাবপত্র রফতানিকারক অ্যাসোসিয়েশন। আসছে বাজেটে এ সহায়তা ঘোষণা চায় সংগঠনটি।

রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করে সংগঠনটির নেতারা এই দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি কেএম আকতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

এসময় তারা বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাড়ে তিনশ` কোটি টাকার আসবাব রফতানি হচ্ছে। বিশ্বে আসবাবপত্র বাজারের বড় অংশ দখল করে আছে থাইল্যান্ড, মালেশিয়া ও চীন। আমরা প্রতিযোগিতার কারণে বিশ্ব বাজারে খুব সুবিধা করতে পারছি না। তাই বাজারে টিকতে সরকারের নীতি সহায়তা জরুরি। সঙ্গে নগদ প্রণোদনা পেলে আমরা বাজারে অবস্থান নিতে পারব।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কাঁচামাল আমদানি করে পণ্য রফতানিতে ডিউটি ড্রব্যাক পাওয়ার কথা। কিন্তু আমরা সেটি পাই না। তাই এ সুবিধার পরিবর্তে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দিলে আসবাব খাত আরো প্রসারিত হবে।

এসএ/বিএ/পিআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।