ঋণসীমা আইন সংশোধন হলে পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৭ মে ২০১৫

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত ঋণসীমা আইন সংশোধন করা হলে বাংলাদেশ ব্যাংক তা পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সূর চৌধুরী। বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুঁজিবাজার ও আর্থিক খাত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এস কে সূর বলেন, সংবিধানের আইন সংশোধন করার অধিকার বাংলাদেশ ব্যাংকের নেই। তাই ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত ঋণসীমা অাইনে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে ব্যাংক কোম্পানি সেভাবেই পরিচালিত হয়।

তিনি জানান, সভায় আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সমন্বিত সুপার ভিশন কনসেপ্ট পেপার চূড়ান্ত করা হয়েছে। এটা বাস্তবায়ন হলে ব্যাংকের পাশাপাশি অার্থিক সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ জানতে পারবে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারের উন্নয়নে ব্যাংকের পক্ষ থেকে যতটুকু সহায়তা দেয়া সম্ভব তা দেবে বাংলাদেশ ব্যাংক।

মিউচুয়াল ফান্ড ওপেনিং এবং ক্লোজিংয়ের বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে আইন বহির্ভূত না হলে তা বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক।

সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেসি) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিনিধিরা অংশ নেন।

এসআই/একে/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।