মঠবাড়িয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৩ আগস্ট ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারি ইসলামী ব্যাংকের ৩২৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার ব্যাংকের ডাইরেক্টর মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হুসাইন, মঠবাড়িয়া বণিক সমিতির সেক্রেটারি শামসুল হক খোকা, পৌর-কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান সিকদার, বণিক সমিতির সভাপতি আলহাজ শামসুল আলম, কে এম লতিফ ইনস্টিটিউটের সভাপতি মো. আজিজুল হক সেলিম মাতুব্বর এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাকসুদা আক্তার বেবী।

আরও বক্তব্য রাখেন ব্যাংকের বরিশাল জোন প্রাধান মো. আবদুস সালাম ও মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ হাওলাদার। পৌর-কাউন্সিলর মোছা. সালেহা খাতুন এবং মোছা. তাহেরুন্নেছা, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজিমুল হক, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী শরীয়াহ নীতিতে পরিচালিত এ ব্যাংক মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মঠবাড়িয়া শাখা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো।

আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের ব্যাংক। মানুষের কল্যাণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের সঞ্চয়ের মনোভাব ও উদ্যোগী চেতনাকে জাগিয়ে তুলতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসআই/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।