ইসলামী ব্যাংকের ৩২৫তম শাখা বগুড়ার সোনাতলায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৯ আগস্ট ২০১৭

বগুড়ার সোনাতলায় রেসরকারি ইসলামী ব্যাংকের ৩২৫তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি থেকে শাখাটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জিল্লুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেন ও সোনাতলা পৌর মেয়র আলহাজ মো. জাহাঙ্গীর আলম আকন্দ (নান্নু)।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জোন প্রধান ও এক্সিকিউটভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমান, ব্যাংকের নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।