গ্রাহক শূন্য ব্যাংকপাড়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে ব্যাংকের লেনদেনও।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়া ঘুরে দেখা গেছে, বেশিভাগ ব্যাংকের শাখা ফাঁকা রয়েছে। ব্যাংকগুলোতে কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি থাকলেও প্রায় ব্যাংকেই গ্রাহক শূন্য। বিশেষ প্রয়োজনে দুই-একজন গ্রাহক আসলেও তা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। আর গ্রাহক কম থাকায় অলস সময় পর করছেন ব্যাংককর্মীরা।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের মূল ফটকের সামনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া আশপাশের এলাকায় বিপুলসংখক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে মতিঝিল সোনালী ব্যাংকের অফিসের জেনারেল ম্যানেজার নিজাম উদ্দীন আহম্মেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, সকাল থেকেই আমরা স্বাভাবিক নিয়মে লেনদেন করছি। আমাদের অনেক শাখায় টাকা পাঠিয়েছি। তবে অন্যান্য দিনের তুলনায় গ্রাহক কিছুটা কম। একটি পরিস্থিতির কারণে মানুষের মনে আতঙ্ক আছে। তাই এমন অবস্থা।
মতিঝিল ডাচ বাংলা ব্যাংকে বৈদেশিক বাণিজ্যিক শাখায় গিয়েও অনেটা ফাঁকা দেখা গেছে। কর্মকর্তারা অলস সময় পার করছেন। ডাচ বাংলা ব্যাংকের কর্মরত এক কর্মকর্তা বলেন, আজ ব্যাংকে গ্রাহক অনেক কম। কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের গ্রাহকরা আসছেন। সাধারণ গ্রাহক নেই বললই চলে।

রাসেল নামের এক গ্রাহক বলেন, অন্যদিনে এখানে (মতিঝিল) টাকা তুলতে ও জমা দিতে আসলে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো। আজকে পুরোপুরি ফাঁকা। এসে মিনিটের মধ্যেই কাজ শেষ করলাম।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। এ রায়কে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে রাজনীতির পরিস্থিতি।

এসআই/আরএস/পিআর