নরসিংদী ও হবিগঞ্জে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২১ জুন ২০১৮

বাড়ি ও অফিস সাজানোর নান্দনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে নরসিংদী ও হবিগঞ্জে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু করা হয়েছে। গত ১৩ জুন নরসিংদী জেলা সদরের গোলাপ চত্বরে ও হবিগঞ্জে জেলা সদরের পুরাতন মুন্সেফী বাণিজ্যিক এলাকায় শোরুম দুটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

শোরুমে বিভিন্ন ধরনের ফার্নিচারের মধ্যে রয়েছে খাট, সোফা, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল। বেডশিট, ফুলের টবসহ ঘর সাজানোর নানান ধরনের পণ্যও কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া এম্পোরিয়াম থেকে সর্বনিম্ন দশ হাজার টাকার পণ্য কিনলে রয়েছে ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা।

RFL1

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, গুণগত ও মানসম্পন্ন ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা রিগ্যাল এম্পোরিয়াম থেকে কিনতে পারবেন। ক্রেতাদের সুবিধার্থে শিগগিরই সারাদেশে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু করা হবে।

অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।