অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন ১০ কৃষক ও প্রতিষ্ঠান


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৩ আগস্ট ২০১৫

কৃষি খাতে অভূতপূর্ব অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) যৌথভাবে দেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে রোববার এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

অনুষ্ঠানের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, সম্মাননা বিজয়ীরা তাদের কঠোর পরিশ্রম ও উদ্ভাবনের মাধ্যমে আমাদের কৃষি খাতে যুগান্তকারী অবদান রেখেছেন। আশা করি, অ্যাগ্রো অ্যাওয়ার্ড বিজয়ীরা তাদের প্রচেষ্টা ও প্রতিশ্রুতি অব্যাহত রাখবে এবং দেশের লাখ লাখ কৃষক খাদ্য উৎপাদনকে পরবর্তী ধাপে নিয়ে যেতে উৎসাহিত হবেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, এ উৎসাহ আমাদের তৃণমূল পর্যায়ের কৃষক, ডেইরি বা দুগ্ধশিল্প, শস্য আবাদকারী, লাইভস্টক ডিস্ট্রিবিউটর বা পশুসম্পদ পরিবেশক ও বাজারজাতকারী, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যরাও এতে উৎসাহিত হবেন।

স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার বলেছেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের এক অবিচ্ছেদ্য অংশ হল কৃষি খাত।  সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কৃষি খাতে অবদান রাখা এবং টেকসই কৃষি খাত গড়ে তোলার ব্যাপারে উৎসাহিত হবেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন, বছরের সেরা পুরুষ কৃষক মো. বিল্লাল শিকদার ও মো. আবু হানিফ মোড়ল এবং বছরের সেরা নারী কৃষক মো. ফাতেমা জোহরা ও রেশমা বেগম।  এ ছাড়া উদ্ভাবন ও গবেষণা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে লাল তীর সিড লিমিটেড, সহায়তা ও বাস্তবায়নে সেরা প্রতিষ্ঠান ব্র্যাক, কৃষি খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে আমার দেশ আমার গ্রাম, সেরা কৃষিবিষয়ক রফতানিকারক সিমার্ক গ্রুপ এবং বছরের সেরা কৃষক মার্কেট ইন্টিগ্রেটেড ফার্মিং গ্রুপ ও ভার্মিকম্পোস্ট গ্রুপ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপি দাশ চৌধুরী ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরিফুল ইসলাম।

আরএম/এসএইচএস/এমআরআই/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।