বাজেটের অর্থ ছাড়ের শেষ সময় ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৯ জুন ২০১৯

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির শেষ সময় ৩০ মে থেকে বাড়িয়ে ১৯ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০ জুন পর্যন্ত এ খাতে নতুন ব্যয় বিল দাখিল করা যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ছিল ১২ জুন।

রোববার (৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুন নুর চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় ১৮ জুন থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৩ জুন পর্যন্ত। তবে জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ও ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ জুন পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব ধরেন বেতন-ভাতা সংক্রান্ত বিল পূর্বনির্ধারিত বা পুনঃনির্ধারিত সময়সীমার আওতামুক্ত থাকবে।

এমইউএইচ/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।