সারিনার আয়োজনে ‘রান ফর দ্য চিলড্রেন’
দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল ‘সারিনা’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শিশুদের দৌড় প্রতিযোগিতা ‘রান ফর দ্য চিলড্রেন’।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে অর্জিত অর্থ ‘আহসানিয়া মিশন চিলড্রেন সিটি’র এতিম শিশুদের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে হোটেল সারিনা।
আয়োজন প্রসঙ্গে হোটেল সারিনার অপারেশন ম্যানেজরা ‘শ্রী নেয়ার’ জানান, এটা কেবল শুরু। এর মাধ্যমে আগামীতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করব। যা দেশের শিশু এবং মানুষের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।
‘রান ফর দ্য চিলড্রেন’ আয়োজনটিতে ভোর থেকেই কয়েক ধাপে অংশগ্রহণকারীরা পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথনে অংশ নেয়।

সারিনার এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অংশ নেন। সহযোগিতায় এগিয়ে আসেন বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও।
হোটেল সারিনার পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে র্যাফেল ‘ড্র’র ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন হোটেলগুলোতে থাকা ও ঘুরতে গিয়ে ‘বিশেষ সুবিধা’ পাবেন। একই সঙ্গে, অংশগ্রহণকারীরা বিনা খরচে হেলথ ক্লাবেরও মেম্বার হতে পারবে। তাছাড়া অনেক কিছুতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
এসআর/এমএস