আবারও কমলো স্বর্ণের দাম


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

দেড় মাসের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। আগামীকাল শুক্রবার থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন। এবারও প্রায় ভরিতে এক হাজারর টাকার কাছাকাছি দাম কমেছে।

জানা গেছে, সবচেয়ে ভালো মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ৩ হাজার ৮১৭ টাকা। সে হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন পাওয়া যাবে ৪৪ হাজার ৫০০ টাকাতে। আগের মূল্য ছিলো ৪৫ হাজার ৭০০ টাকা।

২১ ক্যারেটের স্বণ গ্রাম প্রতি দাম ধরা হয়েছে ৩ হাজার ৬৩৭ টাকা। আগে ছিলো ৩ হাজার ৭৪০ টাকা। সে হিসেবে প্রতি ভরি নতুন দাম ৪২ হাজার ৪০০ টাকা। আগে ছিলো ৪৩ হাজার ৬শ টাকা।

এছাড়া ১৮ ক্যারেট ভরি ছিলো ৩৬ হাজার ৯০০ টাকা। এখন পাওয়া যাবে ৩৫ হাজার ৭০০ টাকাতে। আর সনাতনি স্বণের দাম ধরা হয়েছে ২৪ হাজার ৭৭ টাকা। আগের মূল্য ছিলো ২৫ হাজার টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।