কৃষি ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক আব্দুর রহিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ কৃষি ব্যাংকে নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুর রহিম। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মো. আব্দুর রহিম ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কৃষি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি রূপালী ব্যাংকের ছয়টি শাখাসহ একাধিক করপোরেট শাখায় দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চারটি বিভাগীয় কার্যালয়ের দায়িত্ব পালনসহ ঢাকা উত্তর অঞ্চলের জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আমানত সংগ্রহে আর্থিক পুরস্কার ও শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপকের পুরস্কার অর্জন করেন।

ইএআর/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।