কৃষিপণ্য পরিবহনে সহযোগিতা চেয়ে ডিসি-এসপিদের চিঠি
লকডাউনে কৃষিপণ্য পরিবহন, কেনা-বেচায় সহযোগিতা দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রোববার (৪ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা কৃষি অফিসারদের কাছে এ চিঠি পাঠানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার সময়কালে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিজাত পণ্য/উপকরণ ব্যবসার সঙ্গে জড়িতদের পণ্য পরিবহণ ও ক্রয়-বিক্রয়ে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং বোরো ধান কর্তনজনিত কারণে আন্তঃজেলা কৃষি শ্রমিকের যাতায়াত যেন বাধার সম্মুখীন না হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ/সহযোগিতা দিতে অনুরোধ জানানো হয়।
আরএমএম/জেডএইচ/জেআইএম