করোনা জটিলতায় ডিএসইর সাবেক চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, ২৮ জুন ২০২১
হেমায়েত উদ্দিন আহমেদ

করোনা পরবর্তী জটিলতায় বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হেমায়েত উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটুরিয়ার নামে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, হেমায়েত উদ্দিন আহমেদ করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ জোহর কুমিল্লার বুড়িচং থানার রাজাপুরে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমএএস/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।