রাজধানীতে এফবিসিসিআইয়ের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২২

নিম্ন আয়ের মানুষের শীতের দুর্ভোগ কমাতে রাজধানীতে কম্বল বিতরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ মাঠ ও বিকেলে তেজগাঁয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের পাশাপাশি মানুষের পাশে থাকতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে এফবিসিসিআই। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির এমন কার্যক্রম সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর ভোগান্তি দূর করতে অন্যান্য সংগঠন ও ব্যবসায়ীদের উদ্যোগী হতে আগ্রহী করে তুলবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এম. এ. খান রাজ্জাক রাজ এবং পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, আবু মোতালেব, মোহাম্মদ বজলুর রহমান ও এস.এম জাহাঙ্গীর আলম মানিক।

এছাড়া ইসলামবাগ ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কমিশনার হাজী মো. জাহাঙ্গীর আলম বাবুল ও তেজগাঁওয়ে উপস্থিত ছিলেন উত্তর সিটির ২৪ নম্বর ওয়ার্ড কমিশনার শফিউল্লাহ শফি।

এর আগে গত মঙ্গলবার (১১ জানুয়ারি) এফবিসিসিআইয়ের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বিভিন্ন জেলা চেম্বারের সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এখনো চলছে।

ইএআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।