বাবা দিবসে অনাথ শিশুদের পাশে ‘ফ্রেশ হ্যাপি ন্যাপি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ এএম, ১৯ জুন ২০২২

বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। কিন্তু যারা বাবার স্নেহ-ছায়া থেকে বঞ্চিত? কীভাবে কাটছে তাদের এই দিন? বিশেষ এই দিনে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ‘ফ্রেশ হ্যাপি ন্যাপি’ প্যান্ট ডায়াপার।

অনাথ শিশুদের নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ‘এসওএস শিশু পল্লী’র সমীক্ষা মতে, বাংলাদেশে অনাথ শিশুর সংখ্যা প্রায় ৪৪ লাখ। যার একটি বিশাল অংশ কোনো দিন জানতে পারেনি বাবা কী। সরকারি-বেসরকারি কিছু উদ্যোগ থাকলেও, তাদের কল্যাণকর জীবনযাপনের জন্য তা এখনও যথেষ্ট নয়। তাদের পাশে দাঁড়াতে, এই বাবা দিবসে ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার তুলে ধরেছে মানবিক আহ্বান।

এজন্য ফ্রেশ হ্যাপি ন্যাপির ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রেশ হ্যাপি ন্যাপি ডায়াপার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ তারা পৌঁছে দিচ্ছে অনাথ শিশুদের কল্যাণে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।