‘স্বপ্ন’র মশারি বিজ্ঞাপনে বেশ সাড়া
সম্প্রতি মশারি এবং মশানিরোধক পণ্যের ছাড়কে ঘিরে দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। ৪৮ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি এরই মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে বেশ।
‘ম’-তে মশারি শীর্ষক এই বিজ্ঞাপনটি ফেসবুকে এখন পর্যন্ত এক কোটির বেশি ভিউ হয়েছে। এছাড়া ৩৬ হাজার দর্শক এটি শেয়ার ও কমেন্ট করেছেন।
স্বপ্ন’র ইন হাউজ ক্রিয়েটিভ কমিউনিকেশন থেকে এটি নির্মাণ করেছেন ফাহিন আরেফিন ইভান ও ইমন খান।
তারা বলেন, স্বপ্ন বরাবরই সমসাময়িক প্রসঙ্গ ঘিরে নানা কনটেন্ট দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করে আসছে।
জেডএইচ/এমএস