রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের সুদহার বাড়লো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৮ নভেম্বর ২০২২
ফাইল ছবি

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদহার এক শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের এ তহবিল থেকে ঋণ নিতে হলে এখন সুদ গুনতে হবে ৪ শতাংশ। এর আগে যেটা ছিল ৩ শতাংশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে অনুমোদিত সব ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আড়াই শতাংশ (২.৫০%) সুদহারে অর্থ সহায়তা দেবে। আর রপ্তানিকারকরা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৪ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন। যা আগামী ১৩ নভেম্বর থেকে কার্যকর হবে।

বর্তমানে ইডিএফের আকার ৭০০ কোটি ডলার। এটি পুনঃঅর্থায়ন তহবিল যেখান থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দেন। রপ্তানিমুখী শিল্পের বিকাশে বৈদেশিক মুদ্রায় স্বল্পসুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে রপ্তানি উন্নয়ন তহবিল গঠিত হয়। তহবিলটির যাত্রা শুরু হয় ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে। কেন্দ্রীয় ব্যাংক এ তহবিল ৭০০ কোটি ডলারে উন্নীত করেছে।

ইএআর/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।