সপ্তাহে ডিএসইতে টার্নওভার বেড়েছে ২০.৫৩ শতাংশ


প্রকাশিত: ০৪:২০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

টানা কয়েক সপ্তাহ দরপতনের পর ইতিবাচক ধারায় ফিরছে দেশের শেয়ারবাজার। বিদায়ী সপ্তাহে  সব ধরনের সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও পিই রেশিও।

তবে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দরের অবনতি হয়েছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভার বেড়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে  ৬ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ, ডিএস৩০ সূচক বেড়েছে  ছয় দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ। আর শরীয়াহ সূচক বা ডিএসইএস বেড়েছে ছয় দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ।

বিগত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে দুই হাজার ২৪৬ কোটি ১৬ লাখ আট হাজার ২৬৭ টাকার। যা এর আগের সপ্তাহের তুলনায় ৩৮২ কোটি ৬১ লাখ টাকা বা ২০ দশমিক ৫৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৮৬৩ কোটি ৫৫ লাখ দুই হাজার ২৯২ টাকার। গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন টার্নওভার দাঁড়িয়েছে  ৪৪৯ কোটি ২৩ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৩৭২ কোটি ৭১ লাখ টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে টার্নওভার বেড়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা বা ২০ দশমিক ৫৩ শাতংশ। গেল সপ্তাহে হ্রাস পেয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৯টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর লেনদেন হয়নি তিনটি কোম্পানির শেয়ার।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৮ হাজার ৪৪৩ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকায়। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ১৭ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহে সিএএসপিআই সূচক বেড়েছে দশমিক ১৬ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে দশমিক ২০ শতাংশ। আর সার্বিক সূচক সিএসইএক্স বেড়েছে দশমিক ২৩ শতাংশ।

সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৪২ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকার।

এসআই/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।