সূচকে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও কমেছে বাছাই করা সূচক। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। সেইসঙ্গে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন শেয়ারবাজারে লেনদেনের শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে লেনদেনের তিন মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট কমে যায়। লেনদেনের প্রথম ৪০ মিনিট সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তবে প্রথম ঘণ্টার লেনদেন শেষে দাম কমার তালিকা থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাড়ার তালিকায় নাম লেখায়। এতে দিনের লেনদেন শেষে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। তবে দাম বাড়ার থেকে কমার তালিকায় বেশিসংখ্যক প্রতিষ্ঠান রয়েছে।

আরও পড়ুন>> নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ জাকের কোম্পানি নিষিদ্ধ

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৭৬ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০০টির। আর ১৮৪টির দাম অপরবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৬৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৪৩ কোটি ৬২ লাখ টাকা।

আরও পড়ুন>> শেয়ারবাজারে বড় দরপতন, হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ‘আমরা নেটওয়ার্কের’২৬ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, আইটি কনসালটেন্ট, শাইনপুকুর সিরামিক, লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, বিডিকম অনলাইন এবং সি পার্ল বিচ রিসোর্ট।

আরও পড়ুন>> সূচকের বড় উত্থান, ৭০০ কোটি ছাড়ালো লেনদেন  

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬১টির এবং ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এমএএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।