শেয়ারবাজারে বড় দরপতন, হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

এক কার্যদিবস বড় উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে ফের বড় দরপতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এতে প্রায় আড়াই মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।

দিনের লেনদেন শেষে মূল্যসূচকের বড় পতন হলেও শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় শেয়ারবাজার খুলতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

আর পড়ুন>> ‘ভোক্তা ঋণ বাড়লে অর্থনীতি আরও অস্থির হবে’

মূলত দুপুর ১টা ৩০ মিনিটের পর পরিস্থিতি বদলে যেতে থাকে। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই প্রবণতা। এতে ফ্লোর প্রাইসের ওপরে ওঠে আসা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম আবার ফ্লোর প্রাইস ফিরে যায়।

আর পড়ুন>> গতি ফিরছে শেয়ারবাজারে

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৪৯ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৮টির। আর ১৮১টির দাম অপরবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আর পড়ুন>> সরকারি সিকিউরিটিজের চেয়ে নিরাপদ বিনিয়োগ কিছু নেই

অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমএএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।