কমলাপুরে দুই হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৭ জানুয়ারি ২০২৩

রাজধানীর কমলাপুর এলাকায় দুটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং ধুলাবালিযুক্ত খাবার ভোক্তাদের খাওয়ানোর অপরাধে কমলাপুর রেল স্টেশনের সামনে বাসমতী রেস্তোরাঁকে ৫ হাজার টাকা এবং রান্না ঘরের নোংরা পরিবেশ, মেয়াদ ছাড়া দধি বিক্রি করার অপরাধে নিউ সামিয়া হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে জব্বার মণ্ডল বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কমলাপুর এলাকায় অভিযান চালানো হয়েছে। এখানে দুটি রেস্টুরেন্টকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।

এনএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।