সিলিকন পাওয়ার লিমিটেডকে লাখ টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে সিলিকন পাওয়ার লিমিটেডকে দুটি আইনে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সোমবার সাভারের রাজফুলবাড়ীয়ার পানপাড়া এলাকায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে জরিমানা ২০ হাজার
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক এলএএস ব্যাটারি, সোলার ব্যাটারি ও সেকেন্ডারি ব্যাটারি ওয়াটার পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে সিলিকন পাওয়ার লিমিটেডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে সেকেন্ডারি ব্যাটারি ওয়াটার পণ্য সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন ও পরিদর্শক (মেট) মো. ইনজামামুল হক। সহযোগিতা করেন কর্মকর্তা (সিএম) মো. খালেদ হোসেন।
এনএইচ/এমআরএম/জেআইএম