অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

সোনালী ব্যাংক লিমিটেড এবং সরকারি বাঙলা কলেজের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, বিবিধ ফি ও চার্জ আদায় করতে পারবে সরকারি বাঙলা কলেজ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন সোনালী ব্যাংক লিমিটেডের মিরপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহবীর এবং সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান, মো. আরশাদ হোসেন ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন। এসময় ব্যাংকের অন্যান্য নির্বাহী-কর্মকর্তা এবং কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সব ধরনের ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

ইএআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।