মাস্টারকার্ড-শেয়ারট্রিপ-ইবিএল চালু করলো ট্রাভেল ক্রেডিট কার্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৯ মার্চ ২০২৩

বিশেষ একটি ট্রাভেল ক্রেডিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড, শেয়ারট্রিপ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল)। এই ক্রেডিট কার্ডের নাম ‘স্কাইট্রিপ’।

এর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইবিএল স্কাই লাউঞ্জে প্রবেশাধিকার ও সার্ভিসের মতো অনন্য সুবিধা পাওয়া যাবে। এছাড়া ট্রাভেল ইন্স্যুরেন্স ও ব্যাগেজ সুরক্ষার পাশাপাশি মাস্টারকার্ডের লাউঞ্জকি সুবিধার মাধ্যমে ১২০টি দেশের ১ হাজার ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন। এছাড়া পেমেন্ট সুবিধা তো রয়েছেই।

আরও পড়ুন: দেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ারে উঠে যা দেখবেন

এছাড়া ‘স্কাইট্রিপ’ কার্ডহোল্ডাররা পাবেন জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে ভ্রমণে আকর্ষণীয় অফার। যার মধ্যে রয়েছে নভোএয়ারে করে কলকাতা রাউন্ডট্রিপে অল-ইনক্লুসিভ ১১ হাজার ৫০০ টাকার অফার এবং এয়ার অ্যারাবিয়ার টিকিটে ৫ শতাংশ ডিসকাউন্ট। এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রায় ১৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন।

‘স্কাইট্রিপ’ কার্ডহোল্ডাররা থাইল্যান্ড, ভারত এবং সিঙ্গাপুরসহ জনপ্রিয় ভ্রমণ গন্তব্যস্থলেও পাবেন আকর্ষণীয় অফার। ভ্রমণে বিভিন্ন সুবিধার পাশাপাশি ‘স্কাইট্রিপ’ কার্ডহোল্ডাররা বাই ওয়ান-গেট ওয়ান ডাইনিং অফার, ক্যাশব্যাক অফার, ডাইনিং ডিসকাউন্ট, শেয়ারট্রিপে দ্বিগুণ ট্রিপকয়েন ও ইবিএল স্কাই কয়েনের পাশাপাশি বাংলাদেশে মাস্টারকার্ডের ৬ হাজারের বেশি মার্চেন্ট আউটলেটে বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় স্টেশন, একসঙ্গে দাঁড়ায় ৪৪ ট্রেন

শেয়ারট্রিপের সিইও এবং কো-ফাউন্ডার সাদিয়া হক বলেন, মাস্টারকার্ড এবং ইবিএল’র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই কার্ড চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি ভ্রমণের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং তাদের নতুন ভ্রমণ গন্তব্যের সন্ধান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, এই কো-ব্র্যান্ড ট্রাভেল কার্ড কার্ডহোল্ডারদের বিশেষ অফারসহ বিশ্বব্যাপী এমন সব সুবিধা দেবে- যা তারা আগে কখনো উপভোগ করেননি। আমরা মাস্টারকার্ড এবং শেয়ারট্রিপের সঙ্গে অংশীদারিত্ব গড়তে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে আরও অনেক উদ্ভাবনী ভাবনা যুক্ত করে গ্রাহকদের ভ্রমণের অভিজ্ঞতাকে অনন্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: ছুটির দিনে ঢাকার ভেতরেই ঘুরে আসুন নিরিবিলি দুই স্থানে

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড, ইবিএল এবং শেয়ারট্রিপকে সঙ্গে নিয়ে এই ক্যাশলেস ট্রানজেকশন সল্যুশন প্রদান করতে পেরে আনন্দিত। যা নিরাপদ ও সুবিধাজনক-ই নয় বরং কার্ডহোল্ডারদের আকর্ষণীয় ডিসকাউন্ট, বিভিন্ন অফার এবং অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে তাদের নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবেন।

প্রথম কো-ব্র্যান্ডেড ‘স্কাইট্রিপ’ ট্রাভেল ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. মোতাছিম বিল্লাহ, ‘গেস্ট অব অনার’ হিসেবে ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ।

অনুষ্ঠানে আরও ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও আলী রেজা ইফতেখার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, শেয়ারট্রিপের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার সাদিয়া হকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইএইচআর/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।