মতিঝিলে ইসলামী ব্যাংকের ৭১ শতাংশ জমি কিনে নিলো বাংলাদেশ ব্যাংক
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ইসলামী ব্যাংকের মালিকানাধীন প্রায় ৭১ শতাংশ (৭০.৮২ শতাংশ) জমি কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জমিটি প্রধান কার্যালয়ের ভবন তৈরির জন্য কিনে রেখেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখন ক্রয়সূত্রে সেটির মালিক বাংলাদেশ ব্যাংক।
ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোট ৭০ দশমিক ৮০ শতাংশ জমি বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করেছে ইসলামী ব্যাংক। জমি কিনতে বাংলাদেশ ব্যাংকের খরচ হয়েছে ১১০ কোটি টাকা। জমিটি বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবন সংলগ্ন। জমিটি কিনতে বাংলাদেশ ব্যাংকের আগ্রহের পরিপ্রেক্ষিতে তা বিক্রি করা হয়েছে।
ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে জমিটি কিনতে প্রস্তাব দেওয়া হয় ইসলামী ব্যাংককে। সে সময় ইসলামী ব্যাংক জমিটি ছাড়তে রাজি হয়নি। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে এটি নিয়ে ফের আলোচনা হলে সম্মতি মেলে। জমিটি কেনার পরই সেখানে থাকা স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে। ইসলামী ব্যাংকের কয়েকটি বিভাগ ছিল, সেগুলোও সরিয়ে নিয়েছে ব্যাংকটি।
আরও পড়ুন: পৌনে ৯ শতাংশ সুদে আট হাজার কোটি টাকা ধার নিলো ইসলামী ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জায়গা সংকুলন না হওয়ায় সেনা কল্যাণ ভবনের ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ ব্যাংকের একাধিক বিভাগ। এ কারণে জমিটি কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির মালিকপক্ষ জমিটি ছেড়ে দিতে রাজি হওয়ায় বাংলাদেশ ব্যাংক জমির দাম পরিশোধ করেছে। সম্প্রতি জমিটির দলিলও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
ইএআর/এমএইচআর/জেআইএম