কুষ্টিয়ায় আড়ংয়ের ২৭তম আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০২ এপ্রিল ২০২৩

কুষ্টিয়ায় উদ্বোধন হলো দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ২৭তম আউটলেট। অত্যাধুনিক নির্মাণশৈলীর ৯ হাজার ৫০০ বর্গফুটের দুইতলাবিশিষ্ট এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনাসহ আড়ংয়ের সাব ব্র্যান্ড তাগা, তাগা ম্যান ও আড়ং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।

শনিবার (১ এপ্রিল) আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এই আউটলেটটির উদ্বোধন করেন। তিনি বলেন, আড়ং গ্রাহকদের চাহিদা মেটাতে ও বাংলাদেশি কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে। কুষ্টিয়ায় আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত।’ উদ্বোধন অনুষ্ঠানে আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গ্রাহকরা কুষ্টিয়ায় আড়ংয়ের নতুন আউটলেটে সীমিত সময়ের জন্য পাঁচ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং বছরব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর অন্তর্ভুক্ত সদস্যরা আড়ং কুষ্টিয়া আউটলেটে প্রতিটি কেনাকাটায় দ্বিগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন আগামী ৭ এপ্রিল পর্যন্ত।

আইএইচআর/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।