এবার দই নিয়ে এলো প্রাণ


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৭ মার্চ ২০১৬

দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এবার ভোক্তাদের জন্য বিভিন্ন স্বাদের দই নিয়ে এসেছে। ‘টক, মিষ্টি ও কম ক্যালরিযুক্ত’ এই তিন ধরনের দই এখন বাজারে পাওয়া যাচ্ছে।

ঢাকায় প্রাণ-আরএফএল সেন্টারে সোমবার এক অনুষ্ঠানে প্রাণ-এর পরিচালক ইলিয়াস মৃধা পণ্যটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বলেন, সম্পূর্ণ দুধের এ দই হাতের সংস্পর্শ ছাড়াই এফএফএস প্যাকেজিং মেশিনে তৈরি হচ্ছে। ফলে এটি সূর্যালোক, তাপ, বায়ু ও দুষিত হওয়া থেকে দইকে রক্ষা করবে।  

তিনি জানান, নতুন এ পণ্যটি ৫০, ১০০ ও ৫০০ গ্রাম প্যাকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসহ চট্টগ্রাম ও সিলেটে পাওয়া যাচ্ছে। এটি পর্যায়ক্রমে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
 
আনিসুর রহমান বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে আমরা সাশ্রয়ী মূল্যে এ পণ্যটি বাজারজাত করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, প্রাণ ডেইরির বিপণন প্রধান মোল্লা ওমর শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।