শিল্পখাতে মেয়োদোত্তীর্ণ ঋণ বেড়েছে
ক্ষুদ্র ও মাঝারি খাত-এসএমই ঋণের মতো শিল্প খাতেও গত তিন মাসে ঋণ প্রবাহ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট শিল্প ঋণ বিতরণের পরিমাণ ৫৭ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে এই সময়কালে ৫২ লাখ ৪৪ কোটি ২৯ লাখ টাকা বেশি ঋণ দেওয়া হয়েছে। অপরদিকে আলোচ্য সময়ে মেয়াদোত্তীর্ণ শিল্প ঋণের পরিমাণ ৪৫ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে যা দাড়িয়েছে ৩৫ হাজার ৪২১ কোটি ৩৬ লাখ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিনিয়োগ কিছুটা বেগ পেয়ে ঋণ প্রবাহ বেড়েছে। জানা গেছে, বিতরণ করা ঋণের মধ্যে মেয়াদি ঋণ বিতরণের পরিমাণ ১২ হাজার ৮০৯ কোটি ৪২ লাখ টাকা। এবং চলতি মূলধন ঋণ বিতরণের পরিমাণ ৩৯ হাজার ২৩৪ কোটি ৮৭ লাখ কোটি টাকা। বিগত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের তুলনায় বর্তমান অর্থবছরের একই সময়ে মেয়াদি ঋণ ৪৪ দশমিক ২৪ শতাংশ এবং চলতি মূলধন ঋণ ৬২ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, মোট মেয়াদি শিল্প ঋণ বিতরণ বৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ মূল ভূমিকা পালন করেছে। ২০১৪-১৫ অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানির জন্য এলসি খোলার পরিমাণ ছিল ৩৮৭ কোটি ৮২ লাখ ডলার যা ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি। মেয়াদি শিল্প ঋণ বিতরণের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানির বৃদ্ধিকে মূল নিয়ামক হিসেবে গণ্য করা যায়। ক্রমেই বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাওয়ায় নিকট ভবিষ্যতেও মেয়াদি শিল্প ঋণ বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
অপরদিকে, বর্তমান অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শিল্প ঋণ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ২৪১ কোটি টাকায় যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। বিগত অর্থবছরের তুলনায় বর্তমান অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মেয়াদি ঋণ ও চলতি মূলধন ঋণ আদায়ের পরিমাণ যথাক্রমে ১৪ দশমিক ৪৪ ভাগ এবং ৩৩ দশমিক ২৬ ভাগ বেড়েছে।
বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় বর্তমান অর্থবছরের আলোচ্য সময়ে মেয়াদোত্তীর্ণ শিল্প ঋণের পরিমাণ ৪৫ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে যা দাড়িয়ে ৩৫ হাজার ৪২১ কোটি ৩৬ লাখ টাকা।