বৃক্ষরোপণসহ নানা আয়োজনে চরকা টেক্সটাইলে বিশ্ব পরিবেশ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৬ জুন ২০২৩

বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর ডাঙ্গায় চরকা টেক্সটাইলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার (৫ জুন) চরকা টেক্সটাইলের খোলা স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান উইনশেহ বাংলাদেশ ও চরকা টেক্সটাইলের যৌথ উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়।

আরও পড়ুন: ঢাবি এলাকায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করলো প্রাণ-আরএফএল

jagonews24

বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির মধ্যে আরও ছিল পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভা। এতে উইনশেহ বাংলাদেশ ও চরকা টেক্সটাইলের কর্মকর্তারা কারখানার কর্মীদের পরিবেশ সুরক্ষা বিষয়ক বিভিন্ন বার্তা দেন।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় কাজ করছে টেল প্লাস্টিক

এসময় উপস্থিত ছিলেন উইনশেহ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজ্যার উইকে গেরহোল্ড, অপারেশন ম্যানেজার ক্রিস্টিয়ানো জিজ্জাসহ বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া চরকা টেক্সটাইলের পক্ষে ছিলেন চরকার নির্বাহী পরিচালক আকতার আহমেদ চৌধুরী ও প্রধান পরিচালন কর্মকর্তা চামিন্দা গুনারত্নে।

jagonews24

আরও পড়ুন: ২০০ স্বেচ্ছাসেবী নিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ প্রাণ-আরএফএলের

চরকা টেক্সটাইল প্রাণ গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের টি-শার্ট, পোলো শার্ট, স্যান্ডে গেঞ্জিসহ নানা ধরনের লিঞ্জারি পণ্য তৈরি করে চরকা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মান, স্পেন, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি হয়। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান উইনশেহ বাংলাদেশ চরকা টেক্সটাইলের অন্যতম ক্রেতা।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।