বেক্সিমকোর পার্ক পরিদর্শন করলেন ভূটানের রাজমাতা


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৭ মার্চ ২০১৬

বেক্সিমকো’র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন ভূটানের রাজমাতা শেরিং পেম ওয়াংচুক। বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর সারাবোতে অবস্থিত এ পার্ক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহি সৈয়দ নাভেদ হুসেন রাজমাতাকে পার্কে স্বাগত জানান। এসময় ভূটানের রাজমাতার সাথে তার অন্যান্য সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাজমাতা ডিজাইন স্টুডিও, উভেন ফেব্রিক, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ডিজিটাল প্রিন্টিং, গার্মেন্টস, ওয়াশিং প্ল্যান্ট, শাইনপুকুর সিরামিকস কারখানা এবং ইয়োলো’র প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন।

বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহি সৈয়দ নাভেদ হুসেন বিশ্বের নেতৃস্থানীয় ভার্টিক্যাল ফ্যাশান অ্যাপারেল উৎপাদনকারী বেক্সিমকোর ব্র্যান্ড স্ট্যাটাস এবং আন্তর্জাতিক ইমপ্লয়ার চয়েস হিসেবে সারা বিশ্বেও সর্বোচ্চ মেধা আকর্ষণে বেক্সিমকোর অবস্থান তার কাছে তুলে ধরেন।

সকল ইউনিট ঘুরে দেখে ভূটানের রাজমাতা সন্তুষ্টি প্রকাশ করেন, বিশেষ করে ইয়োলো’র পণ্যেও ডিজাইন এবং মান তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

এসআই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।