ওয়াহিদ উদ্দিনকে বণিক বার্তা ও বিআইডিএসের সংবর্ধনা


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

সমৃদ্ধির সহযাত্রী হিসেবে তিন পেরিয়ে চার বছরে পা রেখেছে বাণিজ্য ও অর্থনীতি ভিত্তিক দেশের শীর্ষ দৈনিক বণিক বার্তা। নিজেদের অগ্রযাত্রায় সাফল্যের এ ক্ষণটি স্মরণীয় করে রাখতে ‘সংবর্ধনা ও উদ্যোক্তা সম্মাননা-২০১৪’ শীর্ষক এক আয়োজনের মাধ্যমে দেশের বরেণ্য অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদকে যৌথভাবে সম্বর্ধনা প্রদান করে বিজবাংলা মিডিয়া লিমিটেডের উদ্যোগ বণিক বার্তা এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

জাতীয় অর্থনীতি, উন্নয়ন গবেষণা ও নীতি প্রণয়নখাতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়াহিদ উদ্দিন মাহমুদকে এ সম্বর্ধনা প্রদান করা হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের বলরুমে বুধবার সন্ধ্যা সাতটায় বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকার, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকজনের উপস্থিতিতে এক মনোজ্ঞ আয়োজনে আনুষ্ঠানিকভাবে সম্মাননা হিসেবে বরেণ্য শিক্ষাবিদ এ মানুষটিকে উত্তরীয় পরিয়ে দেন বিআইডিএস মহাপরিচালক ড. মুস্তাফা কে মুজেরি এবং বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ। একই সাথে তাকে একটি পোর্ট্রেট এবং একটি ক্রেস্ট দেয়া হয়।

অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ তার এ স্বীকৃতির জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপ্লুত। অবিমিশ্র আনন্দ বোধ করছি। কিছুটা অপ্রস্তুত এবং বিব্রতও বটে। সারাজীবন শিক্ষকতা করেছি। কথা বলতে গিয়ে আমার বিব্রত হবার কথা নয়। এই প্রথম হচ্ছে এমন। এতো কিছু করার তো আসলে কোনো দরকার ছিল না। আমার বাবামা থাকলে সবচে খুশি হতেন। স্কুলের শিক্ষকদের কেউ থাকলে তিনিও গর্ব বোধ করতেন। আপাতত গবেষণা করছি। নতুন কিছু করার জন্য। সুশাসন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কাজ করছি। দোয়া করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক কুটনীতিক মোহম্মদ জমির, মানবাধিকার নেত্রী হামিদা হোসেন, অর্থনীতিবিদ এম এম আকাশ, নারীনেত্রী খুশী কবির, সাংবাদিক আবেদ খান, শিক্ষাবিদ ড. সিমিন মাহমুদ, অধ্যাপক আব্দুল বায়েস, কলামিস্ট আবুল মকসুদ, শিল্পী মাকসুদ এবং নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তার বক্তব্যে বলেন, তার মতো একজন নিবেদিতপ্রাণ মানুষকে আমি একদা আমার ছাত্র হিসেবে পেয়েছিলাম বলে আমার অহংকার হয়। তাকে অভিনন্দন জানানো আমার শেষ হবে না।

নৃত্যশিল্পী শামীম আরা নিপার পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ।

একই আয়োজনে দেশের সম্ভাবনাময় দুজন নবীন উদ্যোক্তা কলারোয়া ক্লে টাইলসের উদ্ভাবক গোষ্ঠ চন্দ্রপাল এবং লিলি কেমিক্যালস এর উদ্যোক্তা একেএম সেলিমকে সম্মাননা দেয়া হয়। তাদের পুরস্কৃত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এছাড়া অনুষ্ঠানশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. মুস্তাফা কে মুজেরি। চমৎকার একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।