আলু পেঁয়াজ ডিম স্যালাইন

দাম বেশি নেওয়ায় ১৪৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আলু পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা সেটা না মানার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সারাদেশে এসব পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ১৪৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৫১টি টিম দিয়ে ৭৪টি বাজারে অভিযান পরিচালনা করেছে।

এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

সারাদেশে ৫১টি টিম কর্তৃক ৭৪টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ১৪৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

দাম বেশি নেওয়ায় ১৪৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এছাড়া শনিবার অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিদের নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার রিভারভিউ কোল্ড স্টোরেজ তদারকি করেন।

ওই তদারকিকালে রসরাজ সরকার নামের একজন মজুতদার ও ফড়িয়া ব্যবসায়ীকে আলুর মূল্য কারসাজির জন্য প্রমাণসহ হাতে নাতে ধরা হয় এবং জেলা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।