জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ব্যয় বাড়লো ২৭০ কোটি টাকা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অবকাঠামো উন্নয়নে ২৭০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৬০২ টাকা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ব্যয় বাড়াতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পাশাপাশি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের পূর্তকাজের জন্য দুটি প্যাকেজে ২৯৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের অনুমোদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্পট মার্কেট থেকে ৬৪৩ কোটি দুই লাখ ৬৩ হাজার ৮৪০ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চর কাউনিয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০৩ এর ভেরিয়েশন প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৭২ টাকা।
আরও পড়ুন: তিন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় ও সময় অনুমোদন
এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পূর্তকাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ২৭০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৬০২ টাকা।
একই সঙ্গে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২২তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৪৩ কোটি ২ লাখ ৬৩ হাজার ৮৪০ টাকা।
এছাড়া ‘ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউডি-২ এর পূর্তকাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি টাকা। একই প্রকল্পের ডব্লিউডি-৩ প্যাকেজে ১৪১ কোটি ৫০ লাখ টাকা ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এমএএস/বিএ/জিকেএস