জামায়াতের হরতালে স্বাভাবিক ব্যাংক পাড়া


প্রকাশিত: ০৭:১২ এএম, ২৮ মার্চ ২০১৬

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে কোনো প্রভাব নেই রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিলে। স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম। ব্যাংকগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি গ্রাহকের উপস্থিতিও ছিল স্বাভাবিক। সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাতিলের চক্রান্তের’ প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত। তবে জামায়াতের এ হরতালে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, দৈনিক বাংলা, কমলাপুর, ফকিরাপুল এলাকার সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

এছাড়া এসব এলাকায় রাস্তার মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। দুই এক জয়গায় রায়ট কার (পুলিশের সাজোয়া জান) নিয়ে রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।

হরতাল প্রসঙ্গে সোনালী ব্যাংকের লোকাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হরতালে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি গ্রাহক উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। যথা নিয়মেই চলছে ব্যাংকিং লেনদেন।

এছাড়া হরতালের কোনো প্রভাব পরেনি দেশের দুই শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বিনিয়োগকারীদের উপস্থিতিতে স্বাভাবিক নিয়মে চলছে লেনদেন।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।