বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নাম পরিবর্তন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যাংকটির নতুন নাম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
ব্যাংক কোম্পানির নামের শেষে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে- এমন নির্দেশনার পর সব ব্যাংকই নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। অর্থাৎ যেসব ব্যাংকের নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি আছে, সে ব্যাংকগুলো ‘লিমিটেড’ শব্দ বাদ দিয়ে নামের শেষে ‘পিএলসি’ লিখছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।
ইএআর/বিএ/এমএস