সর্বোচ্চ ভ্যাট দিয়ে দেশসেরা ৯ প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

তিন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিয়ে ২০২১-২৩ অর্থবছরে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে ৯টি প্রতিষ্ঠান। ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী মঙ্গলবার (২৭ নভেম্বর) জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

উৎপাদন খাতে দেশের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছে। ব্যবসা খাতে সর্বোচ্চ ভ্যাট দেওয়ায় সম্মাননা পাচ্ছে ওয়াল্টন প্লাজা, ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো করপোরেশন। বিকাশ লিমিটেড, ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

সেরা প্রতিষ্ঠানের তালিকা দেখতে ক্লিক করুন।

জেলায় সর্বোচ্চ ভ্যাট দিয়ে সেরা ১৩৮ প্রতিষ্ঠান
একই সঙ্গে ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী ১৩৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছেন এনবিআর। এক্ষেত্রেও উৎপাদন, ব্যবসা ও সেবা- এ তিন ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

জেলার সেরা প্রতিষ্ঠানের তালিকা দেখতে ক্লিক করুন।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।