পুঁজিবাজারে নিম্নমূখী প্রবণতায় লেনদেন চলছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল ১১টা ৩০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮০০ পয়েন্টে রয়েছে। এসময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬৭ লাখ টাকা।
এই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮০টির দাম বেড়েছে, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১১টার সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৩৮ পয়েন্টে। সিএসইতে মোট ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা।