ফের ফায়েকুজ্জামান আইসিবির এমডি


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে ফের ফায়েকুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে পঞ্চমবারের মত আইসিবির এমডি হিসেবে তিনি নিয়োগ পেলেন। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে বৃহস্পতিবার। ঐদিনই তিনি নতুন মেয়াদে সংস্থাটির এমডি হিসেবে যোগ দেন। এর আগে বুধবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়। এরপর আইসিবির একজন মহা-ব্যবস্থাপক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পরে ১৮ ডিসেম্বর সরকার এমডি পদে তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেন। মো. ফায়েকুজ্জামান ২০১০ সালের অক্টোবর মাসে আইসিবির এমডি হিসেবে এক বছরের জন্য চুক্তিতে প্রথম নিয়োগ পান।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক পদে মো. ফায়েকুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধি করা হলো।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।