ক্যাডার ও নন-ক্যাডার বিধি পরিবর্তনে সভায় বসেছে পিএসসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার বিধি পরিবর্তন আনতে সভায় বসেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ সভা শুরু হয়।

পিএসসি সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনা ও পিএসসির অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষিতে বিসিএস ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ বিধির পরিবর্তন করা হতে পারে। বিশেষ করে নন-ক্যাডার নিয়োগ বিধিতে পরিবর্তনে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হতে পারে।

পিএসসির একাধিক কর্মকর্তা জানান, নন-ক্যাডার নিয়োগের বিদ্যমান বিধির কারণে বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগবঞ্চিত হচ্ছেন। উত্তীর্ণ সবাই যাতে অন্তত নন-ক্যাডার পান, সেই চেষ্টা করছে পিএসসি। এ নিয়ে কমিশনের সভায় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরও বলেন, বিসিএসের মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হন, তারা সবাই মেধাবী। পদ স্বল্পতার কারণে সবাইকে ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয় না। তাদের যদি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের জন্যই ভালো হবে।

সভায় বসার আগে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, আমাদের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ বিধি সংক্রান্ত বিষয়ে কমিশন সভা হবে। নিয়োগ বিধিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।