কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক শামীম সিকদার


প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২২ মে ২০১৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্কুল পর্যায়ে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান শামীম সিকদার। তিনি কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক (গণিত)।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, মাল্টিমিডিয়া ক্লাশ রুম ও প্রশিক্ষণের আয়োজন বিষয়গুলোর বিবেচনায় মোট ১০০ নম্বরের মধ্যে ৭৫ নম্বর পেয়ে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি। কিশোরগঞ্জ জেলার জাতীয় শিক্ষা সপ্তাহ পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)।

মিজানুর রহমান শামীম সিকদার বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।