গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর পরও ফাঁকা আসনে ভর্তি যেভাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৯ জুলাই ২০২৫

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে পঞ্চম ধাপের মেধাতালিকা থেকে চূড়ান্ত পর্যায়ে ভর্তি শুরু হবে আগামী ৩ আগস্ট, যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তি শেষে ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই ক্লাস শুরু করতে হবে।

তবে এরপরও কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চারগুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে।

সোমবার (২৮ জুলাই) রাতে অনুষ্ঠিত গুচ্ছের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এজন্য পূর্বে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্র সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাগজপত্র জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, পূর্বঘোষিত পঞ্চম মেধাতালিকার মাধ্যমে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে ক্লাস শুরুর পরও যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকে, তাহলে জরুরি সভা করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চারগুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে।

এএএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।