৭ কলেজে ভর্তির আবেদন-নম্বর বণ্টন-আসনসহ জেনে নিন খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০২৫

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন রোববার (৩ আগস্ট) শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ আগস্ট পর্যন্ত। আবেদন ফি ৮০০ টাকা। অনলাইনে এ আবেদন নেওয়া হবে।

রোববার (৩ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের পূর্ণাঙ্গ তথ্য ও নির্দেশিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টি চারটি অনুষদের অধীনে ২৩টি বিষয়ে স্নাতক পর্যায়ে এবার শিক্ষার্থী ভর্তি নেবে। আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাত কলেজের মোট আসন আছে ৪ হাজার ৭৭৩টি।

এর মধ্যে ঢাকা কলেজে ৭৭৫টি, ইডেন মহিলা কলেজে ৮৭৬, সরকারি তিতুমীর কলেজে ৮২০, সরকারি বাঙলা কলেজে ৭১১, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৭৬, সরকারি সোহরাওয়ার্দী কলেজে ৫২০, কবি নজরুল সরকারি কলেজে ৪৯৫টি আসনে ভর্তি করা হবে।

আরও পড়ুন

ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শুধু ছাত্রী, আর ঢাকা কলেজে শুধু ছাত্র ভর্তির সুযোগ পাবে। বাকি চার কলেজে ছাত্রী–ছাত্র উভয়েই ভর্তি হতে পারবেন। এরই মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে প্রাথমিক আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না; আগের আবেদনই ডিসিইউ আবেদন হিসেবে গণ্য হবে।

ভর্তি পরীক্ষা, নম্বর বণ্টন ও ভর্তিচ্ছুদের করণীয়

বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-৫০: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে গঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল ইত্যাদি সংশ্লিষ্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে।

মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান- এ তিন বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০২৪ সালের জন্য নির্ধারিত পাঠ্যসূটি অনুযায়ী হবে উল্লিখিত তিন বিষয়ের নম্বর।

ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। যারা ৪০-এর কম পাবেন, তাদের ভর্তির জন্য বিবেচনা করা হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পরীক্ষার উত্তরপত্র (একটি OMR শিট) বিশ্ববিদ্যালয় সরবরাহ করবে। অতিরিক্ত কোনো শিট দেওয়া হবে না। সরবরাহকৃত উত্তরপত্রের (OMRSheet-এ) প্রশ্নের উত্তর বৃত্ত পূরণ করে চিহ্নিত করতে হবে।

প্রার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র (প্রবেশপত্র ছাড়া), যে কোনো ইলেকট্রনিক ডিভাইস–সংবলিত ঘড়ি ও কলম, ভিসা/মাস্টারকার্ড/ এটিএম কার্ড ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আবেদনের যোগ্যতা

>> মাধ্যমিক বা সমমান পরীক্ষা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছেন, শুধু তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

>> যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এরই মধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের আগের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে।

>> তবে যারা আবেদন প্রত্যাহার করবেন তাদের জমা করা টাকা ফেরত দেওয়া হবে।

ভর্তি পরীক্ষা কবে

ভর্তির বিজ্ঞপ্তির তথ্যমতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২২ আগস্ট (শুক্রবার), বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট (শনিবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট (শনিবার), বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ১৭ আগস্ট থেকে সফলভাবে আবেদন করা শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরপর ২০ আগস্ট আসনবিন্যাস প্রকাশ করা হবে।

সাত কলেজের আবেদন পদ্ধতি, আসনসংখ্যা, ভর্তি পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এএএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।