শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহবান
শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন, সাদা পতাকা মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত এই মানববন্ধন পালিত হয়। ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তারে সভাপতিত্বে এ কর্মসূচিতে বিপুল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
জাতির বৃহত্তর স্বার্থে শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে অবিলম্বে এই ধরনের হরতাল-অবরোধের নামে অরাজনৈতিক কর্মকাণ্ড পরিহার করার জন্য কর্মসূচিতে অংশগ্রহণকারীরা খালেদা জিয়াকে উদাত্ত আহবান জানান।
এমএম/বিএ/এমএস