মাইলস্টোনে সাফল্যের ধারা অব্যাহত
এইচএসসির ফলাফলে সাফল্যধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর এ কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হজার ১৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উভয় মাধ্যমে পাসের হার ৯৯ দশমিক শূন্য ২ শতাংশ।
বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ৬৯১ জন অংশ নিয়ে পাস করে ৯৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৭ জন পাস করে। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৭৩ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৯০ জন অংশ নিয়ে পাস করে ৮৯ জন। এ বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৮৯ শতাংশ।
ফলাফল সম্পর্কে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় মনোযোগ ও অভিভাবকদের সহযোগিতা ছিল বলেই আমরা বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।
‘গ্রাম থেকে অনেক শিক্ষার্থী মাইলস্টোন কলেজে পড়তে আসে, যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না, কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ পায়। এটি মাইলস্টোন কলেজের একটি বিশেষ সুন্দর দিক,’- বলেন তিনি।
অধ্যক্ষ আরও বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের প্রথম দিন থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়া হয়, যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে পারে।
জেডএ/পিআর