কুড়িগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য আটক
কুড়িগ্রামে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ভুয়া পরিচয় দিয়ে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিনজন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ার ডি কে হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার পাড়াগাঁও রহিমগর গ্রামের মোস্তফা কালামের ছেলে তোহা হোসেন (২২), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতার মফিজউদ্দিন সিজি বাড়ি গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে হারুন অর রশিদ (২২) এবং চটগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদ্রাসার বাসিন্দা মৃত আলী আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি তোহা হোসাইন এসএসএফের ভুয়া সেকেন্ড লে. সেজে স্থানীয় দুইজন এজেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি নাগেশ্বরী উপজেলার কচাকাটা গ্রামের নুর রহমানের মাধ্যমে আবু বক্কর নামে একব্যক্তির কাছ থেকে চাকরি দেয়ার নামে ৩০ হাজার টাকা অগ্রিম নেন। পরে অপর একজনের কাছে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলার সময় তাদের আটক করে পুলিশ।
কুড়িগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মাসুদ আলম জানান, এসএসএফ ও সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল। এ ব্যাপারে সদর থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নাজমুল হোসেন/এফএ/পিআর